কচুয়ার হাসিমপুর-মিয়ার বাজারে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা, বাড়িঘর-দলীয় কার্যালয় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় এহছানুল হক মিলন ও মোশাররফ হোসেন এর সমর্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
হামলায় আহতরা হচ্ছেন, (মোশাররফ সমর্থিত) গোহট উত্তর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা হাসানাত ও ছাত্রদল নেতা জুয়েল ও (মিলন সমর্থিত) ছাত্রদল নেতা মেহরাজ হোসেন মিরাজ, জাবেদ, কাউছার হোসেন, যুবদল নেতা আতিকুর রহমান বাবুল, হুসাইন জাকির, মোস্তফা, হেলাল উদ্দিন খোকন, শাহজালাল, আব্দুর রহমান নান্টু, স্বেচ্ছাসেবকদল নেতা এরশাদুল হক এসু ও শ্রমিকদল নেতা আবু ইউসুফ।
আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ছাত্রদল নেতা মেহরাজ হোসেন মিরাজ, জাবেদ হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুলের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিকেল ও কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।