শীত কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

ভোর থেকেই মুখ গোমড়া করে আছে ঢাকার আকাশ। সেইসঙ্গে শীতের দাপটও বেড়েছে। এই অবস্থায় আজ দিনভর সূর্যের দেখা না পাওয়ার শঙ্কা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২-৩ দিনের মধ্যে শীতের তীব্রতা কমে আসবে, তবে জানুয়ারিজুড়েই শীত থাকার কথাও জানানো হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার তথ্যমতে, বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘনকুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার শঙ্কা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। তবে দুপুরের পর সূর্য উঁকি দিলেও তা শীতের দাপট কমাতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

আসছে সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহ, শীতের দাপট থাকবে যেসব অঞ্চলে

এই আবহাওয়াবিদ জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

এদিকে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিরাজমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে কোথাও কোথাও দৃষ্টিসীমা এর চেয়েও কম হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।