শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে।
তিনি বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে। এই প্রতিবেদনটি মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। তাই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এ সময় দলটির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি : মির্জা আব্বাস
নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা মধ্যমপন্থি হবে। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেয়ারও আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।