দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লির আলোচিত বাড়িওয়ালী ও যৌনকর্মীদের নেত্রী ঝুমুর বেগম (৪২) ও তার স্বামী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফকিরকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন তাদের মালিকানাধীন নিরালা বোর্ডিং থেকে ঝুমুর বেগমকে আটক করে থানা পুলিশ। এ সময় তার কক্ষ থেকে দুই বোতল বিয়ার এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে ওই একই বোর্ডিং থেকে জলিল ফকিরকে আটক করে থানা পুলিশ।
গত ৫ আগস্টের পর হতে তারা দুজনেই আত্মগোপনে ছিলেন।