এই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি থেকে প্রতারণাও ক্রমশ বেড়ে চলেছে। আর এই বিষয়টি মাথায় রেখেই এবার বড় পদক্ষেপ করল টেলিকম অথারিটি অব ইন্ডিয়া। নতুন মাস থেকে মোবাইলে আর নাও আসতে পারে ওটিপি।
অনলাইন শপিং থেকে কোনও অ্যাপে লগ ইন, ওটিপি ছাড়া কিছুই হয় না। কিন্তু এই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি থেকে প্রতারণাও ক্রমশ বেড়ে চলেছে। আর এই বিষয়টি মাথায় রেখেই এবার বড় পদক্ষেপ করল টেলিকম অথারিটি অব ইন্ডিয়া। নতুন মাস থেকে মোবাইলে আর নাও আসতে পারে ওটিপি। এর কারণ, আগামী ১ নভেম্বর থেকেই নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাই (TRAI)।
জানা গিয়েছে, ওটিপির মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক কাজকর্ম রুখতেই বড় নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া। সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ব্যাঙ্ক, ই-কমার্স প্ল্যাটফর্ম ও অন্যান্য আর্থিক সংস্থা থেকে পাঠানো লেনদেন ও পরিষেবা সংক্রান্ত মেসেজ যাতে ট্রেস করা যায়, তার নির্দেশ দিয়েছে ট্রাই। যদি কোনও প্রতারণামূলক মেসেজ হয়, তবে টেলিকম সংস্থাগুলিকে ওই মেসেজ ব্লক করতে বা আটকাতে হবে গ্রাহকের কাছে পৌঁছনোর থেকে।