বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পেশাগত দিকের জন্য যত না আলোচনা হয়, তার থেকে বেশি কথা হয় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে। খুবই ছোটবেলায়, ১৬ বছর বয়সে বিয়ে করেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই পরিবারের অমতে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। তবে সেই বিয়ে টেকেনি তার। কিন্তু কীভাবে কি হলো? আসুন জানা যাক আসল কারণ।
শ্রাবন্তী অভিনয় জগতে পদার্পণ করেন ১৯৯৭ সালে। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন শ্রাবন্তী। এরপর ধীরে ধীরে রোয়াব বাড়তে থাকে তার। ২০০৩ সালের মধ্যই ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোলেন তিনি।
এরপরই ঘটে বিশাল অঘটন। মাত্র ১৬ বছর বয়সেই বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। বিয়ের পর অভিনয় থেকে কিছুটা সরে যান শ্রাবন্তী। তারপরই তিনি মা হন। কিন্তু এসময় ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে তাদের মধ্যে। এমনকি অভিনেত্রী দাবী করেন যে, রাজীব তাঁর ওপর শারীরিক অত্যাচারও চালিয়েছেন। তারপর বাধ্য হয়ে বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে।
লম্বা বিরতির পর ২০০৮ সালে আবারো টলিউডের পর্দায় কামব্যাক করেন অভিনেত্রী। ব্যাস, তারপর থেকে আর তাকাতে হয়নি তাকে। বড় বড় হিট সিনেমা উপহার দিয়েছেন বঙ্গ ইন্ডাস্ট্রিকে। তারপর থেকে একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু আর সম্পর্ক টেকেনি তার। কিছুদিন আগে একই বিল্ডিংয়ের বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সাথে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।