উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন ৫ সদস্য

অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। এ তালিকায় যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানা যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও পাঁচজন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের বহন করার জন্য ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

জানা গেল নতুন ৪ উপদেষ্টার নাম

নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা-

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশের সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী, বিএসএমএমইউ’র সাবেক ভিসি অধ্যাপক সায়েদুর রহমান এবং বশির আহমেদ।