লক্ষ্মীপুরে বন্ধ হয়ে যাওয়া মাহফিলের প্রধান অতিথি করা সম্পর্কে অবিহিত ছিলেন না বলে জামায়াত নেতা ড. রেজাউল করিম তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি লেখা পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, মেহমান হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়। এতে অন্য ব্যস্ততার কারণে মাহফিলে উপস্থিত থাকতে পারবেন না বলে তিনি আগেই কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি।
একইভাবে মাহফিল সম্পর্কে নুন্যতম অবগত ছিলেন না বলে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি লেখা পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ্যানি চৌধুরী ও রাত ২টার দিকে রেজাউল করিম তাদের ভেরিফাফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাহফিল নিয়ে তাদের মন্তব্য জানিয়েছেন।