আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

অ্যাডাল্ট ওয়েব সিরিজ জগতের বেতাজ বাদশা হল কবিতা ভাবি ওয়েব সিরিজ। উল্লুতে এই ওয়েব সিরিজের ৪ টি সিজন রয়েছে যা অত্যন্ত জনপ্রিয়। কবিতা ভাবি ওয়েব সিরিজে অভিনেত্রীর উদ্দাম যৌনদৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছে লাখ লাখ পুরুষ অনুরাগীর। বলা যেতে পারে ওয়েব সিরিজের প্রতি মুহূর্তে রয়েছে বিভিন্ন সাহসী দৃশ্য। ভুল করেও কোনদিন এই ওয়েব সিরিজ পরিবারের সাথে দেখবেন না।

কবিতা ভাবির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী একটি মাত্র ওয়েব সিরিজ করে এখন ব্যাপক জনপ্রিয়। অভিনেত্রীর নাম কবিতা রাধেশ্যাম। গোটা ওয়েব সিরিজে এই অভিনেত্রী কোন রাখঢাক ছাড়াই মুহূর্তে মুহূর্তে বেডসিনে কাজ করেছেন। ওয়েব সিরিজের চারটি পার্ট এই ঠাসা পরকীয়া প্রেমকাহিনী থেকে শুরু করে লেসবিয়ান সিনও। তবে প্রত্যেকটি দৃশ্য আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। তাইতো ওয়েব সিরিজ এর প্রত্যেকটি পার্ট বেশ জনপ্রিয় ইন্টারনেট দুনিয়াতে।

গোটা ‘কবিতা ভাবী’ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয় এক বিবাহিত নারীর গল্প। তার সম্পর্ক তৈরির উপায়ও ভিন্ন যাতে সে মানুষকে নির্যাতন করে। তার স্বামী বাইরে থাকেন এবং তিনি প্রতিবেশী এবং অপরিচিতদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। ভাবির লাস্যময়ী হট সিন দেখেই বোঝা যায় এই ওয়েব সিরিজে অশ্লীলতার সব সীমা লংঘন করেছে।

বর্তমানে ওয়েব সিরিজের পাশাপাশি এর একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। অভিনেত্রী নিজেও সেই মিউজিক ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তব জীবনেও কবিতা রাধেশ্যাম খুবই সাহসী। তার ইনস্টাগ্রাম হট ফটোতে ভরপুর। এছাড়া কবিতা রাধেশ্যামের স্টাইলও খুব স্পষ্টভাষী।