জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না, জানিয়ে দিলেন ড. ইউনূস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের সরাসরি ‘না’ জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপান ভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনিবলেছেন, ‘না, আমি রাজনীতিবিদ নই, আমি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছি।’

৩০ নভেম্বর নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকার দেন ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ২ ডিসেম্বর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

ড. ইউনূস রাজনীতিতে অংশ নেওয়া প্রসঙ্গে আরও বলেন, ‘রাষ্ট্রের যে সব ব্যক্তিরা নীতিকে সমুন্নত রাখেন, নিয়ম-কানুন অনুসরণ করেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত।’

নির্বাচন ঠিক কখন হবে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, ‘নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার কাজের ওপর। কাজের ফলাফলই সময় নির্ধারণ করে দেবে।’

সংস্কারের ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেছেন, ‘বিগত ১৫ বছরে হাসিনার সরকারের আমলে রাষ্ট্র পরিচালনার সব নিয়মনীতি ধ্বংস হয়ে গেছে। আমরা এখন গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ কাজ করছি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করছি। এ সংস্কার বাস্তবায়নে সময় লাগবে। আমরা মূলত শুরু থেকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়তে কাজ করছি।’