স্ত্রীর মৃ..ত্যুর কয়দিন পর আবার বিয়ে করা যাবে গুগল সার্চ করে স্ত্রীকে খু..ন

চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়, যেখানে ৩৭ বছর বয়সী নরেশ ভাট তার স্ত্রীর হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। চার মাস ধরে স্ত্রীর নিখোঁজের ঘটনায় নরেশ থানায় অভিযোগ দেন, তবে তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য।

Bow

জানা যায়, নরেশ গুগলে সার্চ করেছিলেন যে, স্ত্রীর মৃত্যুর কতদিন পর তিনি আবার বিয়ে করতে পারবেন। এরপর তিনি স্থানীয় একটি দোকান থেকে হত্যার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনেন, যার মধ্যে ছিল ওয়ালমার্ট থেকে কেনা তিনটি ধারালো ছুরি। এই ছুরি দিয়ে নরেশ তার স্ত্রীর দেহ টুকরো টুকরো করেন।

পুলিশের তদন্তে নরেশের বাড়িতে রক্তের ছাপ এবং নতুন ছুরি পাওয়ার পর সন্দেহ বেড়ে যায়। নরেশের মোবাইল ফোনের তথ্য থেকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে নরেশ জেলে আছেন।