সহ-সমন্বয়ক রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা থাকার খবরটি সম্পর্কে যা জানা গেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা থাকার সংবাদটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

বুধবার রিউমর স্ক্যানারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে রিউমর স্ক্যানার লিখেছে, রাফির ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা লেনদেনের দাবি করা হলেও আমাদের অনুসন্ধানে দেখা যায়, গত ১ আগস্ট থেকে ১ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাফির ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বমোট ১ লাখ টাকাও লেনদেন করা হয়নি।

এছাড়া তার অ্যাকাউন্টের বর্তমানে ব্যালেন্স ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করা হলেও বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।