নিজ বাড়িতে ছয়বার ধারালো ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলি খান। ভয়াবহ সেই রাতে অটোরিকশা চালক ভজন সিং রানা বলিউড নবাবকে নিয়ে হাসপাতালে যান। শুরুতে অভিনেতাকে চিনতে পারেননি অটোচালক। সেদিনের জন্য পুরস্কার পেয়েছেন ভজন সিং রানা।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা নাগাদ মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তের হাতে ছয়বার ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান।
সেদিন বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না। অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান আহত সাইফ আলি খান। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা।
অভিনেতার জীবন বাঁচিয়ে প্রশংসার পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন ভজন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অটোচালক ভজন সিং রানাকে ১১ হাজার রুপি পুরস্কার দিয়েছে ফাইজান আনসারি নামের এক সমাজকর্মী।
সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়ে ভজন সিং সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আমি দেখতে পাই, সাদা রঙের পোশাক পরা একজনকে। যার ঘাড় ও পিঠ থেকে অঝোরে রক্ত ঝরছিল। তিনি শঙ্কিত ছিলেন না। আমাকে বলেন, লীলাবতী হাসপাতালে নিয়ে যেতে। আমি তাকে জানাই আমি দ্রুতই তাকে সেখানে পৌঁছে দিবো।
ভজন সিং বলেন, ‘তিনি বুঝতে পারেননি বলিউড তারকাকে তিনি তার রিকশায় উঠাচ্ছেন। ওই সময় সে শুধু একজন আহতকে দ্রুত শর্টকার্ট রাস্তায় গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন মাত্র। তবে হাসপাতালে সঠিক সময়ে পৌঁছিয়ে দেয়ার পর তিনি বুঝতে পারেন তার যাত্রী ছিলেন বলিউড তারকা সাইফ আলি খান।
এ সময় সাংবাদিকরা ভজনের কাছে জানতে চান সাইফের সঙ্গে ওই সময় কে কে ছিলেন? ভজন সিং জানান, সাইফের সঙ্গে দুইজন ছিলেন। ছোট্ট শিশু (তৈমুর) আর একজন গৃহকর্মী (হরি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা।
আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন সাইফ
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।