নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপনের অভিযোগে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত হলেন পানামার প্রতিযোগী ইতালি মোরা। যদিও এই নিয়ে মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, আগামী শনিবার (১৬ নভেম্বর) মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। এই প্রতিযোগিতায় অংশ নিতে সারা বিশ্ব ১৩০ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে। সেখানে এবার পানামার প্রতিনিধিত্ব করছিলেন ১৯ বছর বয়সী ইতালি মোরা। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই তিনি বিতর্কে জড়ান।
প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপন মিস ইউনিভার্স প্রতিযোগীর, অতঃপর…
মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য।
radhuni
আরও পড়ুন
‘ব্যর্থ প্রেম’ বিষয়ক উপদেষ্টা, মুখ খুললেন বাপ্পারাজ
শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার ক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। এই বিষয়গুলো জানতে পেরে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন মিস ইউনিভার্সের আয়োজকরা। তবে দু’পক্ষে সংঘাত চরমে ওঠে মোরাকে তার প্রেমিকের সঙ্গে একঘরে দেখতে পাওয়ার পর।
মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না প্রতিযোগীরা। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন মোরা। সঙ্গে সঙ্গেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়। তবে আয়োজকদের তরফে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে।